অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজে আগ্রহী যুক্তরাষ্ট্র

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে গণ–অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী। কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে।’

বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র–জনতার অভ্যুত্থানের সঙ্গে চীনের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী—এমন প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ নিয়ে শুধু শুধু অনুমান করতে যাচ্ছি না।’

ভারতীয় কিছু সংবাদমাধ্যম বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ এনেছে উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য কী, জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি সেসব প্রতিবেদন দেখিনি। কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, সেগুলো সত্য নয়। আর সম্ভবত সে কারণেই আমি সেগুলো দেখিনি।’

You might also like

Comments are closed.