কলম্বিয়াতে আটকে কোয়ার্টারে উরুগুয়েকে পেল ব্রাজিল
গোল শূন্য সমতা দিয়ে কোপা আমেরিকা শুরু করেছিল ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতা করেছে দলটি।
দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে সেলেকাওরা। যে কারণে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে রদ্রিগো-ভিনিসিয়াসদের। অন্যদিকে ‘ডি’ গ্রুপের সেরা হওয়ায় কলম্বিয়া খেলবে পানামার বিপক্ষে।
ম্যাচের ১২ মিনিটে লিড নেয় ব্রাজিল। গোল করেন শুরুর একাদশে ফেরা রাইট উইঙ্গার রাফিনহা। প্রথমার্ধের শেষ সময়ে ডিয়াগো মুনোজ ওই গোল শোধ করেন।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল লিড নেওয়ার চেষ্টা করলেও বলার মতো ভালো আক্রমণ তুলতে পারেনি। দু একটা সুযোগ তৈরি হলেও তা গোছানো বা জোরালো ছিল না। বরং মিডফিল্ড ও রক্ষণে এলোমেলো ও ভুল পাস খেলে গোল খাওয়ার শঙ্কায় পড়েছিল সেলেকাওরা। কলম্বিয়া ভুল না করলে হারই হতো ব্রাজিলের সঙ্গী।

Comments are closed.