গাজাবাসী কোথাও নিরাপদ নয়
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কথিত নিরাপদ অঞ্চলে আকাশ, ভূমি এবং সমুদ্রপথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলের সেনারা।
বৃহস্পতিবার দিনের প্রথম দিকে রাফাহ শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি সেনারা আকাশ, ভূমি এবং সমুদ্র পথে বোমাবর্ষণ করে।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফাকে উদ্ধৃত করে এ খবর দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়ঃ আল-মাওয়াসি এলাকাকে ইসরাইল উদ্বাস্তু ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনি অস্থায়ী তাবু গেড়ে কোনমতে বেঁচে থাকার চেষ্টা করছে, তবে সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক।
উল্লেখ্য, জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা এরইমধ্যে বলেছেন, ইসরাইল যে এলাকাকে নিরাপদ অঞ্চল বলে দাবি করছে প্রকৃতপক্ষে সেখানে উদ্বাস্তু গাজাবাসীর জন্য নিরাপত্তার কিছুই নেই।