বোরকায় এ কোন মীম! (আরও ছবিসহ)

জনপ্রিয় অভিনেত্রী, লাক্স তারকা বিদ্যা সিনহা মীমকে হঠাৎ করেই পাওয়া গেলো বোরকা পরিহিত অবস্থায়। সম্প্রতি মাল্টিনিউজটোয়েন্টিফোর এর কাছে এমন বেশ কয়েকটি ছবি এসেছে। কিন্তু প্রশ্ন একটাই, হঠাৎ বোরকায় কেন মীম?

অনুসন্ধানে জানা গেছে, ছবিগুলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তোলা হয়েছে। যেখানে মীমের সাথে তার মা-কেও দেখা গেছে। হয়তো ভক্ত-অনুরাগীদের চাপ থেকে মুক্তি পেতে অথবা নিজের মতো করে বাণিজ্য মেলা ঘুরে দেখতেই এ অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন মীম!

মীম লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। একই বছর জনপ্রিয় লেখক এবং নির্মাতা প্রয়াত হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। আর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চিত্রনায়িকা মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন মীম।

You might also like

Comments are closed.