গ্রামীণ ও শহরাঞ্চলের মধ্যে শিক্ষার ব্যবধান কমাতে বড় পরিকল্পনা চীনের

গ্রামীণ এলাকায় প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলে পড়ানোর জন্য ৩৭ হাজার কলেজ স্নাতক নিয়োগের পরিকল্পনা করছে চীন। সোমবার চীনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

২০০৬ সালে চীন সরকারের চালু করা বিশেষ শিক্ষা কর্মসূচির অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রোগ্রামটির লক্ষ্য হলো মধ্য ও পশ্চিম চীনের গ্রামীণ ও শহরাঞ্চলের মধ্যে শিক্ষার ব্যবধান কমানো।

সিআরআই এর এক প্রতিবেদনে (১৪ মে) আরও বলা হয়ঃ উক্ত প্রোগ্রামের অধীনে নিয়োগ করা শিক্ষকরা তিন বছর মেয়াদে কাজ করবেন। মন্ত্রণালয়ের মতে, এই বছরের নিয়োগে যে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, সেগুলোর মধ্যে আছে শারীরিক শিক্ষা, ইংরেজি, বিজ্ঞান, কলা এবং মনোবিজ্ঞান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.