নারায়ণ চন্দ্র এমপির মেয়ের পর ছেলের হারপিক পানে মৃত্যু!

খুলনা জেলা প‌রিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ হারপিক পান করে রাজধানীর স্কয়ার হাসপাতালে গতকাল সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অভিজিৎ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে।

খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, তার শরীরে রক্তের চাপ দ্রুত কমতে থাকায় তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

অভিজিতের বড় ভাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র চন্দ এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তার ভাই বেশ কিছুদিন ধরেই মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

উল্লেখ্য এর আগে তাদের বোন জয়ন্তী রানী চন্দ ওর‌ফে বে‌বি হারপিক পানে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া ২০১৮ সালে জয়ন্তীর স্বামী এবং তখনকার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর জামাতা প্রভাস চন্দ্রকে খুলনার বকশীপাড়া এলাকায় বাসায় ঢুকে গুলি করে সন্ত্রাসীরা।

You might also like

Comments are closed.