নেছার উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির ফের সভাপতি শামীম, দাতা সদস্য সাইফুল

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের ২০২৪ গভর্নিং বডির নির্বাচত অনুষ্ঠিত হয়েছে। ১০ সদস্যদের ভোটে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ শামীম শাহরিয়ার। দাতা সদস্য নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

গত সোমবার (১১ মার্চ) উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সহ-সভাপতি শামীম শাহরিয়ার এর আগে গত দুই বার নির্বাচিত সভাপতি ছিলেন। উল্লেখ্য, সভাপতি এবং দাতা সদস্য দুই জনই উক্ত বিদ্যালয়ের সাবেক ছাত্র। কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার সিদ্দিক নুর আলম স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমে এ তথ্য জানা যায়।

You might also like

Comments are closed.