আইএমএফ ও এডিবির ঋণের টাকা যোগ হওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৪২ বিলিয়ন ডলার।
গত বৃহস্পতিবার রিজার্ভ ছিল ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি মাসের মধ্যে কোরিয়ান সরকারের ঋণের ৯ কোটি ডলার এবং বিভিন্ন উৎস থেকে আরও ১৩ কোটি ডলার যোগ হবে।