ঢাকা-চেন্নাই রুটে বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা-চেন্নাই রুটে বিরতিহীন ফ্লাইট চালু হলো। এতে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার থাকছে তিনটি ফ্লাইটের শিডিউল।

শনিবার (১৬ ডিসেম্বর) ফ্লাইট বিজি ৩৬৩ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি বিকেল তিনটা ২০ মিনিটে চেন্নাই পৌঁছানোর কথা রয়েছে। এরপর সোয়া চারটায় বিমানটি উড্ডয়ন করে সন্ধ্যা সাড়ে সাতটায় আবার ঢাকায় অবতরণ করবে। দক্ষিণ ভারতে এটি বিমান বাংলাদেশের প্রথম গন্তব্য।

উদ্বোধনের আগে ভারতীয় এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টের একজন মুখপাত্র বলেছিলেন, ‘শহরের যাত্রীরা চীনের গুয়াংজু ও কানাডার টরেন্টোর সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। বাংলাদেশে ট্রানজিট ভিসার প্রয়োজন হয় না।’

উল্লেখ্য, মেডিক্যাল ট্যুরিজম ও বিজনেস ট্র্যাভেল সেগমেন্টে ব্যবহৃত হবে সার্ভিসটি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইন্ডিগো ছাড়াও রুটটিতে চলাচলকারী তৃতীয় বিমান সংস্থা এটি।

You might also like

Comments are closed.