তিন হাজার টাকায় মানুষ মেরে সওদা করা দল বিএনপি: সাদ্দাম

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, একটি বাসে ৫০-৬০ জন মানুষ থাকে, আর বিএনপি-জামায়াত সেখানে তিন হাজার টাকায় ভাড়া করা লোক দিয়ে আগুন লাগিয়ে দেয়। বিএনপি-জামায়াতের কাছে তিন হাজার টাকা আপনার আমার জীবনের দাম। তারা তিন হাজার টাকায় মানুষ মেরে সওদা করা রাজনৈতিক দল। তারা এখনো এদেশে রাজনীতি করছে এটা আমার-আপনার জন্য লজ্জার।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে খাগড়াছড়িতে ট্রাক শ্রমিক বেলাল হোসেনের আগুনে পুড়ে মারা যাওয়ার প্রতিবাদে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী দলের সাথে তুলনা করে সাদ্দাম হোসেন বলেন, কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের রাজনৈতিক দলের রাজনীতি করার আইনগত বা সামাজিক অধিকার পৃথিবীর কোথাও থাকে না৷ তাদের এ প্রহসনের রাজনীতির কারণে প্রতিদিনই আমাদের পরিবারের আপনজন, আমাদের সহনাগরিকদের কেই না কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাদের লিস্টে একজন শ্রমিকও গতকাল যোগ হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্রসমাজ শ্রমিকের পক্ষে রয়েছি৷ আগুন সন্ত্রাস হচ্ছে, মানুষের ওপর লাশের রাজনীতি কায়েম করা হচ্ছে তার প্রথম ভিকটিম হচ্ছেন আমাদের শ্রমিকেরা।

তিনি আরো বলেন, আমাদের শেখ হাসিনার সরকার হচ্ছে শ্রমিকের সরকার, শ্রমিকবান্ধব সরকার। কারণ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের প্রত্যেকটি মানুষকে গভীরভাবে ভালোবাসেন। এই বাংলাদেশ কৃষকের দেশ, শ্রমিকের দেশ, হাইল্যা-জাইল্যার দেশ। যারা আজকে অগ্নিদগ্ধ হয় কষ্ট স্বীকার করছেন তাদের সবার প্রতি আমরা সংবেদনশীল, সহানুভূতি জানাচ্ছি।

বেলাল হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আজকে আগুন সন্ত্রাসের স্বীকার হয়ে কষ্ট ভোগ করছেন তাদের কষ্টের জবাব বাংলার ছাত্রসমাজ আদায় করে ছাড়বে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.