সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
চতুর্থ দফায় বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিন রোববার (১২ নভেম্বর) ঢাকাসহ সারা দেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।’
সরকার পতনের এক দফা দাবিতে এর আগে তিন দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধ করে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। এসব অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা।

Comments are closed.