নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা। এই বক্তব্যের মাধ্যমে আগের অবস্থান থেকে সরে এলো ইসি। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নির্বাচন ভবনে এ কথা বলেন তিনি।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকরা নির্বাচনী এলাকায় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, এ বছরের ১৩ এপ্রিল নির্বাচন কমিশশের নীতিমালায় বলা হয়, নির্বাচনের দিন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।

You might also like

Comments are closed.