ইউক্রেনের ৮টি ড্রোন হামলা ব্যর্থ করলো রাশিয়া

রাশিয়ার বিভিন্ন এলাকা লক্ষ্য করে রোববার রাতে আটটি ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে রাশিয়ার সামরিক বাহিনী ওই ড্রোনগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগর, ক্রিমিয়া উপদ্বীপ, কুর্স্ক ও ব্রায়ানস্ক অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলে ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে কিয়েভ। খবর রয়টার্সের।

পৃথক এক বিবৃতিতে কুর্স্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভোইট বলেন, ড্রোন হামলায় একটি প্রশাসনিক ভবনের ছাদ এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনগুলো ভূপাতিত করার পাশাপাশি, ইউক্রেন যেখান থেকে ড্রোন ছুড়েছে ওই কেন্দ্রগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এ হামলায় একাধিক শস্যের গুদাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

You might also like

Comments are closed.