পাকিস্তানে সাধারণ নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ঘোষণা করেছে ২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসিপির নতুন করে নির্বাচনী এলাকা চিহ্নিত করার কারণে নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন বিলম্বিত হয়েছে।

নতুন নির্বাচনী এলাকার একটি চূড়ান্ত তালিকা ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তুত এবং প্রকাশ করা হবে বলে ইসিপি জানিয়েছে। ৫৪ দিনের প্রক্রিয়ার পরে জানুয়ারিতে ভোট দিতে পারবেন পাকিস্তানিরা। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া, আপিল করা এবং প্রচারণা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রায় ২৪ কোটি জনসংখ্যার দক্ষিণ এশীয় দেশটিতে আগস্টে পার্লামেন্ট ভেঙ্গে দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপর দায়িত্ব দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে।

You might also like

Comments are closed.