চাকরির সাক্ষাৎকার দিতে যাওয়ার আগে মনে রাখুন ৭ বিষয়
একটি সফল সাক্ষাৎকার চাকরি প্রাপ্তির সম্ভবনা বাড়িয়ে দেয় অনেকটাই। প্রাতিষ্ঠানিক শিক্ষাসনদের পাশাপাশি আপনার ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি, যোগ্যতা ও উপস্থাপনার গুণ পরখ করা হয় সাক্ষাৎকারে। অনেকের সাক্ষাৎকার শেষে নিয়োগকর্তা যোগ্যপ্রার্থীকেই বেছে নেন প্রতিষ্ঠানের জন্য। সাক্ষাৎকারে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিয়ে নেওয়া আবশ্যক।
যে প্রতিষ্ঠানে সাক্ষাৎকারের জন্য যাচ্ছেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে পড়াশোনা করে যান। প্রতিষ্ঠানের কাঠামো, কার্যক্রমের বিস্তারিত বিষয় নিয়ে ধারণা নিয়ে যান।
নতুন চ্যালেঞ্জ নিতে পারবেন এবং নতুন পরিস্থিতি থেকে শিক্ষা নিতে আপনি আগ্রহী সেটা প্রদর্শন করুন কথাবার্তায়।
প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। যেমন যে পদে যোগ দিতে চাইছেন সে পদের ভূমিকা কী হবে। এছাড়া টিম সম্পর্কে প্রশ্ন করা যেতে পারে।
বডি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ। আপনার আচরণ ও ভঙ্গিমায় যেন আত্নবিশ্বাস ফুটে ওঠে। হ্যান্ডশেক করা, স্পষ্টভাবে কথা বলা ও সোজা হয়ে বসা আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা দেবে নিয়োগকর্তাকে।
নিজের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষেপে বলবেন। এই প্রসঙ্গ খুব বেশি দীর্ঘ করবেন না।
কাজ সম্পর্কে আপনার আগ্রহ ও উদ্দীপনা প্রদর্শন করবেন।
পোশাক যেন পরিপাটি হয়। ফরমাল পোশাক পরে যাবেন সাক্ষাৎকারে।
কাজ সম্পর্কে আপনার আগ্রহ ও উদ্দীপনা প্রদর্শন করবেন।
পোশাক যেন পরিপাটি হয়। ফরমাল পোশাক পরে যাবেন সাক্ষাৎকারে।

Comments are closed.