ভারত-যুক্তরাষ্ট্র বন্ধুত্ব বিশ্বের কল্যাণে ভূমিকা রাখবে: মোদি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক ও এক্সে (টুইটার) এক পোস্ট করে জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এ আলোচনা ভারত-মার্কিন সম্পর্ক আরো বৃদ্ধি করবে। আমাদের মধ্যে বন্ধুত্ব বৈশ্বিক কল্যাণে ভালো ভূমিকা রাখবে।
এছাড়াও দ্বিপাক্ষিক স্তরে কোয়ান্টাম শক্তি নিয়ে ভারতের সঙ্গে যৌথভাবে কাজের বিষয়ে আগ্রহী বাইডেন। কোয়ান্টাম ইকোনমিক ডেভেলপমেন্ট কনসর্টিয়ামে কলকাতার সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অংশগ্রহণেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়াও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা হয়। মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করা থেকে শুরু করে, গণতন্ত্র, মানবাধিকার-সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় মোদি-বাইডেনের। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউজ় থেকে।
এর আগে জি২০’র ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বাংলাদেশ সময় ৭টা ২০ মিনিটের দিকে দিল্লির পালাম এয়ারফোর্স বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান বন্দরে বাইডেনকে অভ্যর্থনা জানান ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং। এরপর দিল্লিতে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে চলে আসেন তিনি।
ভারতের উদ্দেশ্যে যাত্রা করার আগে বাইডেন এক্সে (টুইটার) করা পোস্টে বলেছিলেন, যতবার আমরা (জি২০) মিলিত হই, আমরা আরও ভাল কিছু পাই। আমি জি২০-তে যাচ্ছি—আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম… আমেরিকানদের অগ্রাধিকারে অগ্রগতি করা, উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ এমন একটি ফোরাম হিসেবে জি২০’র প্রতি আমাদের প্রতিশ্রুতি দেখানোর ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।’
ইত্তেফাক/এএইচপি
বিষয়:
ভারতজো বাইডেনএশিয়াবিশ্ব সংবাদনরেন্দ্র মোদিজি-২০ সম্মেলনআন্তর্জাতিক
এ সম্পর্কিত আরও পড়ুন
জি-২০ সম্মেলেন কেন্দ্রে মোদি, ১১টায় মূল অনুষ্ঠান
মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৯৬
মানব উন্নয়নে নতুন পথের সূচনা করবে: মোদি
পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের চুক্তিতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ
বাজেট ঘাটতিতে দেউলিয়া হয়ে গেল বার্মিংহাম শহর
বৈঠক শেষে মোদির সঙ্গে নৈশভোজে যোগ দেবেন বাইডেন
নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাইডেন
দিল্লি পৌঁছালেন বাইডেন
দৈনিক ইত্তেফাক
app store google play
সম্পাদক: তাসমিমা হোসেন
প্রকাশক: তারিন হোসেন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
অনুসন্ধানআর্কাইভছবিবাংলা কনভার্টারভিডিওপরিবেশপ্রবাসসাহিত্যচাকরিমুক্তিযুদ্ধের স্মারকবাংলাদেশ ৫০মুজিববর্ষ
বিজ্ঞাপন
যোগাযোগ
গোপনীয়তা নীতি
শর্তাবলী
Facebook
Twitter
YouTube
Instagram