চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প

পূর্ব চীনের শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে পাঁচ দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৬ আগস্ট) স্থানীয় সময় রাত ২টা ৩৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে আহত হন ২১ জন। চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুসারে, এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের আঘাতে ১২৬টি বাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পের কেন্দ্র বেইজিং থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে।
স্থানীয় মিউনিসিপ্যাল ভূমিকম্প ব্যুরো জানিয়েছে, রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর বেইজিং রেলওয়ে ৬০টিরও বেশি শিডিউল ট্রেনের চলাচল বাতিল করেছে।

সূত্র : সিএনএন

You might also like

Leave A Reply

Your email address will not be published.