নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হেরে ফল পাল্টানোর চেষ্টা অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আদালতে তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার দেশটির ফেডারেল আদালতে হাজির হন ট্রাম্প।

স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটন ডিসির ব্যারেট প্রিটিম্যান ইউনাইটেড স্টেটস কোর্টহাউজে নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের শুনানি হয়।

ট্রাম্পের বক্তব্য শোনার কিছুক্ষণ পর বিচারক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২৮ আগস্ট। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান বিচারক মোক্সিলা উপাধ্যায়।অভিযোগ প্রমাণিত হলে তার কত বছরের সাজার মুখোমুখি হতে পারেন তাও জানানো হয়। তবে শুনানিতে সরকারপক্ষের আইনজীবীরা আদালতের কাছে ট্রাম্পকে গ্রেপ্তারের আবেদন করেনি।

তবে এর বিপরীতে তাকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।
নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘এ ধরনের ঘটনা রাজনৈতিভাবে প্রতিপক্ষের প্রতি নিপীড়ন। আমেরিকায় এমন ঘটনার কথা কখনই ছিল না।’ তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার জন্য তাকে অভিযুক্ত করা ‘আমেরিকার জন্য অত্যন্ত দুঃখজনক দিন।


উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলে ট্রাম্প, এমন অভিযোগে অভিযুক্ত হন ট্রাম্প।
ফলে, গত চার মাসে সব মিলিয়ে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযো আনা হয় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। মোট চারটি অভিযোগ আনা হয়েছে। তদন্তে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে।

যার মধ্যে চারজন হলেন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং অপরজন একজন রাজনৈতিক পরামর্শক।
সূত্র : আলজাজিরা, বিবিসি

You might also like

Leave A Reply

Your email address will not be published.