খ্রিস্টান-মুসলমান একসঙ্গে প্রার্থনায়!

৫০ জনেরও বেশি মুসলমান নারী, পুরুষ এবং শিশু দক্ষিণ অস্ট্রেলিয়ার এডিলেডের একটি পার্কে দাবানলের শিকার মানুষদের এবং খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কষ্ট লাঘবে বৃষ্টির জন্য প্রার্থনায় সমবেত হন।

(খ্রিস্টান) ধর্মযাজক প্যাট্রিক ম্যাকনেরে ‘খ্রিস্টান-মুসলমান সম্পর্ক কেন্দ্র’ এর পক্ষে সেই প্রার্থনায় যোগ দেন। স্থানীয় সময় রবিবার এ প্রার্থনার আয়োজন করা হয়।

বৃটেনের ডেইলি মেইল জানায়- বক্তব্যের এক পর্যায়ে সমবেত লোকদের উদ্দেশ্যে প্যাট্রিক বলেন, আজকে আমি আমার মুসলিম ভাই-বোনদের সাথে বৃষ্টির জন্য প্রার্থনায় যোগ দিয়েছি। আমার বন্ধু অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহও অসীম দয়ালু ঈশ্বরের উপর আস্থা রাখতে খুতবা পেশ করেছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে চলা দাবানলে এ পর্যন্ত অন্তত ২৪ জন মানুষের প্রাণহানি হয়েছে আর পুড়ে মারা গেছে অন্তত ৫০ কোটি প্রাণী।

You might also like

Comments are closed.