চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
আসন্ন কোরবানির ঈদে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার ঢাকার মধ্যে কোরবানি গরুর চামড়ার মূল্য ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫-৪৮ টাকা।
রবিবার সচিবালয়ে চামড়াখাতের তিন সংগঠনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার নতুন মূল্য ঘোষণা করেন। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম তিন টাকা বাড়ানো হলো।
বাণিজ্যমন্ত্রী জানান, এবারের ঈদে খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, চামড়ায় যেন সঠিকভাবে লবণ দেওয়া হয়। সেই সঙ্গে চামড়া যাতে পাচার না হয়- সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানান মন্ত্রী।