সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিবিসি প্রধানের উদ্বেগ

বিশ্বের অনেক জায়গায় সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে উল্লেখ করে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিক সম্প্রচার সেবা ব্যবস্থার গুরুত্বের উপর জোর দিয়েছেন বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমের এক বৈঠকে প্রধান বক্তা হিসেবে ভাষণ দিতে গিয়ে তিনি এমন কথা বলেন।

বৃটেনের সম্প্রচার মাধ্যম বিবিসি এবছর শতবার্ষিকী উদযাপন করছে জানিয়ে এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়ঃ টিম ডেভি ওই বৈঠকে বলেছেন, “মানুষ এখন এমন এক সময়ে প্রবেশ করেছে যখন গণতন্ত্রে বিশ্বাসী সকলকে এই মূল্যবোধের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে আরও বেশি সোচ্চার হতে হবে।”

বিবিসি প্রধান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (প্যারিসভিত্তিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্স- আরএসএফ) এর এক জরিপের উদ্ধৃতি দেন যেখানে দেখানো হয় যে, ১৮০টি দেশ ও ভূখণ্ডের মধ্যে ৭০ শতাংশের বেশিতে সাংবাদিকতা পুরোপুরি কিংবা আংশিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.