রাবির নতুন উপ-উপাচার্য হুমায়ুন কবীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। মঙ্গলবার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯)-এর ১৩ (১) ধারা অনুসারে রাবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ করা হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্বপালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমি এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি যথাযথ পালন করব।’

গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার মেয়াদ শেষ হলে পদটি শূন্য হয়। দীর্ঘ সাড়ে তিনমাস ফাঁকা থাকার পর আজ অধ্যাপক হুমায়ুন কবীরকে নিয়োগ দেওয়া হয়।

You might also like

Comments are closed.