আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত মোজাহিদুল
মোজাহিদুল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত
শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের মোজাহিদুল ইসলাম।
তার গ্রামের বাড়ি মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে। নেডারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে।
বিষয়টি নিশ্চিত করে মোজাহিদুল জানান, তার স্বপ্ন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা। সমাজের পিছিয়ে পরা এসব শিশুদের শিক্ষিত করার জন্য কাজ করে যাওয়া। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে তাদের সুশিক্ষা দিতে চান তিনি।
জানা যায়, ২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়।
কিডস রাইটসের ওয়েবসাইটে মোজাহিদুল সম্পর্কে বলা হয়েছে, তিনি নোবেলজয়ী মালালা ইউসুফজাই দ্বারা অনুপ্রাণিত। মোজাহিদ এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে বৈদিক সম্প্রদায়ের শিশুদের শিক্ষিত করার জন্য তিনি স্থাপন করেছেন বৈদিক পল্লী পাঠশালা। সেখানে প্রায় ১০০ শিশুকে ভর্তি করতে সক্ষম হয়েছেন। মোজাহিদ হাওর ক্লাইমেট ক্লাবও প্রতিষ্ঠা করেছেন।
মোজাহিদ তরুণ চেঞ্জমেকার। তিনি শিশুদের জীবন মান উন্নয়নে কাজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে হাওরের শিশুদের সচেতন করার স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করা হয়।
আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটি ঘোষণা করার কথা রয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো ২০২০ সালে এই পুরস্কার জিতেছিল সাদাত রহমান। পুরস্কারটির মোট অর্থমূল্য একলাখ ইউরো, এটিকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক শিশুদের পদক হিসেবে বিবেচনা করা হয়।