সেন্সর সনদ পেল মৌসুমীর ‘ভাঙন’

সেন্সর সনদ পেল চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘ভাঙন’ সিনেমা। বুধবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। এ বছর অক্টোবরে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানান পরিচালক মির্জা শাখাওয়াত হোসেন। সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। পরিচালক মনে করেন, দর্শক এখন নতুন স্বাদের সিনেমা দেখা শুরু করেছেন। ‘ভাঙন’ দর্শক তৈরি করবে।

‘ভাঙন’ মূলত ভাসমান মানুষদের জীবনের গল্প। এই শহরের সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ নদীর ভাঙনে ঘরহারা, কেউ সমাজে নানাভাবে বঞ্চিত হয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন এই শহরে। একসময় এসব মানুষ এক সারিতে জড়ো হন। তাঁরা বসবাস শুরু করেন বস্তিতে। তাঁদের গল্পগুলোই নির্মাতা তুলে ধরেছেন ‘ভাঙন’-এ। সাহিত্যনির্ভর এই সিনেমা নিয়ে খুশি পরিচালক শাখাওয়াত হোসেন।

You might also like

Comments are closed.