ভারতে ৫ মাস কারাভোগ শেষে ফিরলেন ৮৮ জেলে

সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়ে ৫ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৮৮ বাংলাদেশি জেলে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনসংলগ্ন কালিন্দি নদীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুটি ফিশিং ট্রলারসহ এসব জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ সদস্যরা।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজ মিয়া জানান, এসব জেলে গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে যান। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বিএসএফ তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের কারাগারে পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগকারী এসব বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ৮৮ জেলেকে সোমবার সন্ধ্যায় দেশে ফিরিয়ে আনা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.