‘পাকিস্তানের লাভ হয় নি, বাঙালির ক্ষতি হয়েছে’

বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানের কোনো লাভ হয় নি।

কিন্তু বাঙালির কী ক্ষতি হয়েছে, তা এই জাতির এখনকার সর্বব্যাপী দৈন্য দেখে বোঝা যায়।

মুক্তিযুদ্ধে অনেক বুদ্ধিজীবী হারিয়েছি, এই হাহাকারে আমরা আন্তরিক; কিন্তু ১৯৭৫ সালের পর থেকে জ্ঞান, শিক্ষা, মনন ও সৃষ্টিশীলতার প্রতিটি স্তর ও ক্ষেত্রকে ধ্বংস করে চলেছি।

জ্ঞানী ও সৃষ্টিশীলদের দাবিয়ে রাখার চেষ্টা অব্যাহত রেখেছি।

*চঞ্চল আশরাফ, কবি।

You might also like

Comments are closed.