মেসেঞ্জারে গোপন বার্তা সংরক্ষণের সুযোগ

বিনিময় করা বার্তা অন্যদের কাছ থেকে গোপন রাখতে এ বছরের শুরুতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে মেসেঞ্জার। এর ফলে মেসেঞ্জারে বিনিময় করা সব তথ্য প্রেরকের কাছ থেকেই বিশেষ কোডে পরিণত হয়ে প্রাপকের কাছে যায়। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডগুলো আবার সাধারণ বার্তায় পরিণত হওয়ায় অন্য কেউ সেগুলো জানতে পারেন না। এবার গোপন বার্তাগুলো সংরক্ষণের সুযোগ দিতে নিরাপদ স্টোরেজ সুবিধা চালু করতে যাচ্ছে মেসেঞ্জার।

মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা কাজে লাগিয়ে বিনিময় করা বার্তাগুলো ব্যবহারকারীদের যন্ত্রে সংরক্ষণ করা থাকে। ফলে যন্ত্রটি হারিয়ে গেলে কথোপকথনের ইতিহাসও হারিয়ে যায়। আর তাই গোপন বার্তাগুলোর ইতিহাস সংরক্ষণে নিরাপদ স্টোরেজ সুবিধা চালুর জন্য কাজ করছে মেটা।

ব্যবহারকারীরা চাইলে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট পদ্ধতিতে বিনিময় করা তথ্যগুলো মেসেঞ্জারের পাশাপাশি বিভিন্ন অনলাইন ক্লাউড সেবাতেও সংরক্ষণ করতে পারবেন। এন্ড-টু-এন্ড এনক্রিপশন হওয়ায় অনলাইন ক্লাউড সেবাতেও বার্তাগুলো নিরাপদ থাকবে।

নিরাপদ স্টোরেজের পাশাপাশি মেসেঞ্জারে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি এন্ড–টু–এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তাবিনিময়ের সুযোগ দিতে কাজ করছে মেটা।

এ সুবিধা চালু হলে নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে বার্তা বিনিময়ের সময় ‘সিক্রেট কনভারসেশন’ সুবিধা চালু না করে স্বয়ংক্রিয়ভাবে (বিল্টইন) এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা মিলবে। নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর শিগগিরই এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

You might also like

Comments are closed.