নূপুর শর্মার সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত: ভারতের সুপ্রিম কোর্ট

ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে সাবেক বিজেপি নেত্রী নূপুর শর্মা দেশে উত্তেজনা উসকে দিয়েছেন এবং সে জন্য তার ‘পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া’ উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর দিল্লিতে স্থানান্তরের একটি আবেদনের প্রতিক্রিয়া জানাতে সুপ্রিম কোর্ট এ মন্তব্য করেন। নিজের কৃতকর্মের জন্য নূপুর শর্মার দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আদালত তার মত প্রকাশ করেছেন।
সুপ্রিম কোর্টের বিচারক সূর্য কান্ত বলেন, বিতর্ক উসকে দেওয়া হয়েছে কিভাবে তা আমরা দেখেছি। কিন্তু সে (নূপুর শর্মা) যা বলেছেন, এমনকি একজন আইনজীবী হিসেবেও তা খুবই বেমানান। পুরো দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। তিনি আরো বলেন, দেশে যা হচ্ছে তার জন্য তিনি একা দায়ী।

এদিকে নূপুর শর্মা হুমকির সম্মুখীন হচ্ছেন জানিয়ে তার আইনজীবী বলেন, একটি টেলিভিশন বিতর্কে উপস্থাপকের প্রশ্নের জবাব দিতেই শর্মা এমন কথা বলেছিলেন। এ সময় আদালত ওই উপস্থাপকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেন।

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জেরে অভ্যন্তরে ও অন্যান্য দেশের সমালোচনার মুখে পড়ে ভারত। এ কটূক্তির জেরে উদয়পুরে দুই মুসলিম ব্যক্তি এক এক হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করে। এতে পুরো রাজ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খুনিরা এ হত্যাকাণ্ডের একটি ভিডিও অনলাইনে আপলোড করে। এরপর আরেকটি ভিডিও প্রকাশ করে তারা। সেখানে এ হত্যাকাণ্ড নিয়ে গর্ব প্রকাশ করতে দেখা যায়। তারা ভারী ছুরি প্রদর্শন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেয়। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র : এনডিটিভি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.