কৃষক সবচেয়ে বড়ো পরিচয়

তিনি আমার পরিচয় জানতে চাইলেন।

বললাম, দেবার মতো কোনো পরিচয় আমার নেই। আমি একজন কৃষক।

তিনি নতমাথায় আমার পা ছুঁয়ে উঠে দাঁড়ালেন। বললেন, এটাই আপনার সবচেয়ে বড়ো পরিচয়।

দীপু মাহমুদ,
লেখক।

You might also like

Comments are closed.