জাপানে পোষা কুকুর, বিড়ালের জন্য আইডি চিপ ব্যবহার বাধ্যতামূলক

জাপানে ১লা জুন থেকে কার্যকর হওয়া একটি আইনের আওতায় পোষা প্রাণী বিক্রেতাদের বিক্রয় করা কুকুর এবং বিড়ালের দেহে মাইক্রোচিপ বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে পোষা প্রাণী হারিয়ে গেলে তাদের মালিকদের শনাক্ত করা যাবে। যাদের ইতোমধ্যেই বিড়াল বা কুকুর রয়েছে, বা যারা এই ধরনের পোষা প্রাণী নিতে আগ্রহী এবং প্রাণী সুরক্ষা গোষ্ঠী, তাদের সবাইকে পোষা প্রাণীর দেহে চিপ লাগানোর আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ এনএইচকে

You might also like

Comments are closed.