‘বাংলাদেশে ৫০ বছর আগে গণহত্যার কথা একবারও স্বীকার করেনি পাকিস্তান’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল পাকিস্তান। তার পাল্টা জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লির মতে, কীভাবে একটি জাতি গণহত্যা এবং জাতিগত নির্মূলতার মতো গুরুতর অপরাধ করে এবং তার জবাবদিহি এড়িয়ে যায়- তার প্রকৃষ্ট উদাহরণ পাকিস্তান।

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়ঃ বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজ দেশের হয়ে বক্তব্য রাখতে গিয়ে সংস্থাটিতে ভারতের স্থায়ী প্রতিনিধি কাউন্সেলর/আইনি উপদেষ্টা ড. কাজল ভাট বলেন, “পাকিস্তানের প্রতিনিধিরা কিছু মিথ্যা ও বিদ্বেষপূর্ণ প্রচার করে চলেছেন। তার প্রতিক্রিয়া জানাতে আমি বাধ্য হয়েছি। তিনি বলেন, “ওরা ভাঙা রেকর্ডের মতো এই একই কথা বলে চলেন। আজ আমরা আলোচনা করছি, কীভাবে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং ন্যায়বিচারকে শক্তিশালী করা যায়।”

তিনি বলেন, “তৎকালীন পূর্ব পাকিস্তান, এখন যার নাম বাংলাদেশ, সেখানে ৫০ বছরেরও আগে গণহত্যা চালানো হয়। কিন্তু এই কথা তারা একবারের জন্যও স্বীকার করেনি। ক্ষমা চাওয়া বা জবাবদিহিতার প্রশ্নই ওঠেনি।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.