শ্রীলঙ্কান জনগণকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই: জ্যাকুলিন

অনেকেরই হয়তো জানা নেই, বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের জন্মভূমি শ্রীলঙ্কা। সুতরাং নিজ দেশের দুর্দশায় তিনি চুপ থাকবেন, সেটাতো হতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে জ্যাকুলিন নিজ দেশের পরিস্থিতি নিয়ে লিখেছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ডঃ

“একজন শ্রীলঙ্কান হিসেবে, আমার দেশ ও দেশবাসী যেসব কিছুর মধ্য দিয়ে যাচ্ছে তা দেখে আমার হৃদয় ভেঙ্গে গেছে। এগুলো শুরু হওয়ার পর থেকে সারা বিশ্ব থেকে অনেকেই আমাকে অনেক কথা বলছেন। আমি অনেক মতামত শুনে আপ্লুত হয়েছি। আমি বলবো, যা দেখানো হয়েছে তার উপর ভিত্তি করে কোন রায় দিতে এবং কোনও গ্রুপকে গালি দিতে খুব তাড়াহুড়ো করবেন না। আমাদের জনগণকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের প্রয়োজন সহানুভূতি এবং সমর্থন।”

জ্যাকুলিন আশাবাদ ব্যক্ত করে লিখেছেন, “আশা করছি, আমার দেশ ও দেশবাসী খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। শান্তিপূর্ণ উপায়ে এবং জনগণের স্বার্থে এসবের শেষ হবে। যারা এসব মোকাবেলা করছেন তাদের জন্য আমার প্রার্থনা। সবাই শান্তি পাক।”

You might also like

Comments are closed.