পুলিশ ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেবেন শ্রীলঙ্কার এমপিরা
শ্রীলঙ্কায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। জ্বালানি তেলের ঘাটতির প্রেক্ষিতে তেল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে অনেকে মারাও গেছেন। এমতাবস্থায়, নগদ অর্থ প্রদানের মাধ্যমে নরহেনপিটা ফিলিং স্টেশন থেকে দেশটির এমপিদের (সংসদ সদস্য) গাড়িতে জ্বালানি তেল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানায়ঃ এ সংক্রান্ত একটি চিঠি স্পিকার (মঙ্গলবার) পুলিশের সিনিয়র ডিআইজিকে দিয়েছেন।জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেছেন, নারহেনপিটা পুলিশ পরিবহন বিভাগের কাছাকাছি উল্লেখিত ফিলিং স্টেশনের জন্য পর্যাপ্ত জ্বালানি সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) বরাদ্দ করবে। অর্থ সংগ্রহের জন্য সিপিসি থেকে একজন কর্মকর্তাকে মোতায়েনের পরামর্শও দেওয়া হয়েছে।
জানা গেছে, জ্বালানি তেলের ঘাটতি শেষ না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের গাড়িতে প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ করা হয়ে গেলে গাড়িতে অবস্থানরত সংসদ সদস্যরা নগদে বিল পরিশোধ করবেন। এর পাশাপশি, সংশ্লিষ্ট মন্ত্রীর চালকের বিবরণ সম্পর্কে একটি রেকর্ডও রাখতে হবে।