ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চান শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তিনি তার মেয়াদে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের অপেক্ষায়। তিনি স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবেলা করার সময় শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহায়তা করার জন্য ভারতকে ধন্যবাদ জানান।

ফিনানশিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়- শপথ গ্রহণের পর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক ধর্মীয় অনুষ্ঠানে ভারতের অর্থনৈতিক সহায়তার কথা উল্লেখ করে বিক্রমাসিংহে বলেন, “আমি (ভারতের সাথে) ঘনিষ্ঠ সম্পর্ক চাই, প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদিকে ধন্যবাদ জানাতে চাই।”

ওদিকে, কলম্বোতে অবস্থিত ভারতীয় হাইকমিশন বলেছে, শ্রীলঙ্কার জনগণের প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। রণিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পরপরই এক টুইট বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়ঃ

“ভারতের হাইকমিশন রাজনৈতিক স্থিতিশীলতা আশা করে এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় রনিল বিক্রমাসিংহের শপথ গ্রহণের পর গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসারে গঠিত শ্রীলঙ্কা সরকারের সাথে কাজ করার অপেক্ষায়৷ শ্রীলঙ্কার জনগণের প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.