প্রধানমন্ত্রী হতে প্রেসিডেন্টের পদত্যাগ চান শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা

সম্প্রতি শ্রীলঙ্কার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- মাহিন্দ রাজাপাকসে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সরকারের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেছে প্রধান বিরোধী দল সামাজি জানা বালাওয়েগয়া (এসজেবি)। দলটির নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলও তাকে সমর্থন দেবে বলে জানিয়েছে।

কিন্তু, শ্রীলঙ্কার বিরোধীদলীয় চিফ হুইপ এবং ক্যান্ডি জেলার সাংসদ লক্ষ্মণ কিরিয়েলা বলেছেন, প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে পদত্যাগ করলেই কেবল বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করতে প্রস্তুত।

শ্রীলঙ্কান ইংরেজি পত্রিকা দ্য আইল্যান্ড জানিয়েছে- বুধবার কলম্বোতে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে গণমাধ্যমকে লক্ষ্মণ কিরিয়েলা বলেন: “আমরা জনগণের দুর্ভোগ না বাড়িয়ে অবিলম্বে পদত্যাগ করার জন্য প্রেসিডেন্টকে আহ্বান জানাচ্ছি। আইএমএফ সহ অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছে যে তারা কেবল নতুন সরকারের সাথেই কাজ করবে। অতএব, একই প্রেসিডেন্ট থাকলে সরকার দেশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সাহায্য চাইতে সুবিধা পাবে না। প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত। তিনি পদত্যাগ করলে বিদ্যমান অচলাবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করতে প্রস্তুত সাজিথ প্রেমাদাসা।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.