ইউক্রেনে হামলার পক্ষে রাশিয়ানদের সমর্থন হ্রাস: জরিপ
রাশিয়ায় একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত জরিপে দেখা গেছে, ইউক্রেনে হামলার পক্ষে সমর্থনের হার গত মার্চ মাস থেকে ৭ শতাংশ হ্রাস পেয়েছে। লেভাদা সেন্টার গত ২১শে এপ্রিল থেকে ২৭শে এপ্রিলের মধ্যে রাশিয়ায় ১৮ বা তার বেশি বয়সী ১,৬০০ এর বেশি মানুষের মুখোমুখি সাক্ষাৎকার গ্রহণ করে।
জরিপে দেখা যায়, ৭৪ শতাংশ উত্তরদাতা রাশিয়ার ভাষায় ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’কে সমর্থন করেন। আর এটিকে সমর্থন না করা মানুষের সংখ্যা ৫ পয়েন্ট বেড়ে ১৯ শতাংশে উন্নীত হয়েছে।
এনএইচকে ওয়ার্ল্ড সোমবার এসব তথ্য দিয়ে বলেছেঃ জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারা এই অভিযান সফল হচ্ছে বলে মনে করেন কি না। এর জবাবে ৬৮ শতাংশ বলেন, তারা মনে করেন এটি অত্যন্ত সফল। অন্যদিকে, ১২ শতাংশ এটিকে একপ্রকার ব্যর্থ বলে উল্লেখ করেন। আর ৫ শতাংশ এটিকে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিহিত করেন।
উল্লেখ্য, কড়া সেন্সরশিপ নীতিমালা চালু থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে মোট ১৭ শতাংশ উত্তরদাতা সামরিক পদক্ষেপটি ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করেন।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কেন অভিযানটি ব্যর্থ হচ্ছে বলে মনে করেন। ৪৮ শতাংশ বলেন যে এটি দীর্ঘায়িত হচ্ছে বলে মনে হওয়ায় এটি ঠিক কীভাবে শেষ হবে সেটি তাদের গোচরীভূত হচ্ছে না। আর ৩১ শতাংশ উত্তরদাতা শিশু’সহ বেসামরিক লোকজন এবং রুশ সেনা সদস্যদের মৃত্যুর পাশাপাশি অন্যান্য ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, রাশিয়ার সরকার লেভাদা সেন্টারকে বিদেশি চর বলে চিহ্নিত করেছে। তবে, কর্তৃপক্ষগুলোর চাপ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে গবেষণা ও বিশ্লেষণ অব্যাহত রেখেছে।