৯ মে’র মধ্যে যুদ্ধ শেষ করতে চাই না: রুশ পররাষ্ট্রমন্ত্রী
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে তারিখে সরকারিভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন। রাশিয়া এখনো ৯ মে তারিখটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। বেশ কিছুদিন ধরে বাতাসে গুজব ছড়ছিল ওই ৯ মে’র মধ্যে ইউক্রেনে হামলা বন্ধ করতে চায় রাশিয়া।
কিন্তু, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাফ জানিয়ে দিয়েছেন ৯ মে তারিখের সাথে ইউক্রেনে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযান’ বন্ধের কোন সম্পর্ক নেই।
ইটালিয়ান আউটলেট মিডিয়াসেটের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়- রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৯ মে’র সাথে মিল রেখে ইউক্রেনে অভিযান বন্ধে কোন তাড়াহুড়ো করবে না রাশিয়া। তিনি বলেন, “আমাদের সামরিক বাহিনী কৃত্রিমভাবে বিজয় দিবস সহ কোনো তারিখের সাথে (মিল রেখে) নিজেদের কর্মকাণ্ড সমন্বয় করবে না।”
সের্গেই লাভরভ বলেন, “সর্বপ্রথম, বেসামরিক মানুষ এবং রাশিয়ান সামরিক কর্মীদের জন্য যে কোন ঝুঁকি হ্রাস করার প্রয়োজনীয়তার উপর ইউক্রেনে অভিযানের গতি নির্ভর করে।”