আহত শিক্ষার্থীকে দেখতে শিক্ষামন্ত্রী ঢামেকে

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে আহত ঢাকা কলেজের শিক্ষার্থী মো. কানন চৌধুরী (২৩)কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে যান শিক্ষামন্ত্রী। ওই শিক্ষার্থীকে দেখে রাত ১১ টা ৫০ মিনিটের সময় চলে যান। মো. কানন চৌধুরী (২৩) ঢাকা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি ঢামেকে চিকিৎসাধীন কানন চৌধুরীকে দেখতে আসেন। এই সংঘর্ষের ঘটনায় আরো দুজন ভর্তি রয়েছেন। তারা হলেন- মো. মোরসালিন (২৬) নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী। ও মো. ইয়াসিন (২২) তিনিও নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী। মোরসালিনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।।

You might also like

Comments are closed.