আজ বাংলাদেশের নামকরণ দিবস

“তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।”

আজ ৫ ডিসেম্বর। আজকের এই দিনেই ১৯৬৯ সালে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, পূর্ব পাকিস্তান নয়, নতুন স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ।

আজ বাংলাদেশের নামকরণ দিবস। কি সুন্দর একটা নাম, বাংলাদেশ। ভালো করে উচ্চারণ করতে গেলেও আবেগে চোখে পানি চলে আসে।

অথচ এই সুন্দর নামের ভূখণ্ডটিকে আমরা মৃত্যুকূপ বানিয়ে ফেলেছি। বাংলাদেশের তো এই অবস্থা হবার কথা ছিল না।

এখনও স্বপ্ন দেখি, বাংলাদেশ একটা শান্তির দেশ হয়ে উঠবে। আমাদের সবার অর্জন সবারই থাকবে, একক কারো হাতে নয়। আমরা আবেগে চোখে পানি নিয়ে বলব: ” তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।”

মারিয়া সালাম, সাংবাদিক

You might also like

Comments are closed.