ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার হলে জবাব দেবে ন্যাটো: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন তাহলে ন্যাটো তার জবাব দেবে।

ইউক্রেন ইস্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত সামরিক জোট ন্যাটোর এক জরুরি সম্মলনের পর বাইডেন বলেন, তিনি (পুতিন) যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন, তাহলে আমরা (ন্যাটো) সেটার জবাব দেব। তবে ওই জবাবের মাত্রা নির্ভর করবে কেমনভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে তার উপর।”

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ন্যাটো (রাশিয়ার বিরুদ্ধে) সামরিক পদক্ষেপ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ওই ধরনের আক্রমণ “এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে”।

You might also like

Leave A Reply

Your email address will not be published.