‘রক্তের বিনিময়ে মুনাফাকে বেছে নিয়েছে জনসন অ্যান্ড জনসন’

এবার মার্কিন বহুজাতিক কোম্পানি ‘জনসন অ্যান্ড জনসন’কে একহাত নিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। চিকিৎসা যন্ত্র, ঔষধ এবং মোড়কজাত ভোক্তা ব্যবহার্য পণ্য উৎপাদনের জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত কোম্পানিটি রাশিয়া থেকে নিজেকে প্রত্যাহার না করে ‘রক্তের বিনিময়ে মুনাফাকে বেছে নিয়েছে’ বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার এক সামাজিক যোগাযোগমাধ্যমে দিমিত্র কুলেবা লিখেছেনঃ

“রাশিয়া থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে অস্বীকার করে, জনসন অ্যান্ড জনসন রক্তের বিনিময়ে মুনাফাকে বেছে নিয়েছে। তাদের ট্যাক্স রাশিয়ার যুদ্ধ মেশিনকে নিরীহ ইউক্রেনীয় পুরুষ, নারী, শিশু এবং বয়স্কদের হত্যা করার সুযোগ করে দিচ্ছে। জনসন অ্যান্ড জনসনকে তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সঠিক কাজ করুন। মানবতাকে বেছে নিন, যুদ্ধাপরাধকে নয়।”

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে সরকারি নিষেধাজ্ঞার বাইরেও বিশ্বের অনেক বড় বড় নামিদামি কোম্পানি স্বপ্রণোদিত হয়ে রাশিয়ার ভেতরে তাদের কর্মকান্ড নিজেরাই বন্ধ করে দিয়েছে। এছাড়া রাশিয়া থেকে বাইরে এবং বাইরে থেকে রাশিয়াতেও তারা নিজেদের সম্পর্ক ছিন্ন করেছে।

You might also like

Comments are closed.