‘জাতীয় পার্টি কোনো দলের বি টিম না’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তার দল কারো জোটে নেই। আগামী নির্বাচনে জাপার নেতৃত্বেই জোট হবে।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি কোনো দলের বি-টিম নয়। জাতীয় পার্টি কোন দলের দালালি করে না। কেউ জাতীয় পার্টিতে থেকে অন্য দলের দালালি করলে তার স্থান পার্টিতে হবে না।’

সোমবার দলের বনানী কার্যালয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেছেন বিরোধী দলের উপনেতা জিএম কাদের।

তিনি বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, বৈষম্য আর লুটপাটের কারণে মানুষ নরকের আগুনে পুড়ছে। যারা বোকার স্বর্গে বাস করে, একমাত্র তারাই মনে করে জনগণ ভাল আছে। আসলে দেশের ৯৯ ভাগ মানুষই ভালো নেই। বাকি একভাগ যারা বিদেশে যায় আসে তারা বুঝে দেশ থেকে টাকা কীভাবে লুটপাট চলছে।

ফলো করুন-
সরকার সমালোচনা সহ্য করছে না অভিযোগ করে জিএম কাদের বলেছেন, ‘নাবালক শিশু সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুক করলেও তার সাজা হয়। আবার দুর্নীতির বিরুদ্ধে কোনো কর্মকর্তা অবস্থান নিলে তা চাকরি যায়। সঠিকভাবে নির্বাচন হচ্ছে না। অসহিঞ্চু রাজনীতি শুরু করেছে বিএনপি। আর আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে।’

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘বিএনপি আবার হাওয়া ভবন সৃষ্টির স্বপ্ন দেখছে। আর আওয়ামী আজীবন ক্ষমতায় থাকতে স্বপ্ন দেখছে। যে সরকার টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা বানাতে পারে না, তাদের মুখে উন্নয়নের কথা শোভা পায় না।’

গাজীপুর জেলার আহ্বায়ক আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.