রাশিয়াজুড়ে ইউক্রেন আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ, দিনে আটক ৫ হাজার

রাশিয়ার বিভিন্ন শহরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রবিবারও অনেকগুলো শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সেগুলো থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।

পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো এর মতে মোট ৬০টি শহর থেকে অন্তত ৫,০১৬ জন বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। তাদের মধ্যে ২,৩৯৪ জনকে আটক করা হয়েছে শুধু রাজধানী মস্কো শহর থেকেই। দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী সেন্ট পিটার্সবার্গ থেকে  আটক করা হয়েছে ১,২৫৩ জনকে।

এছাড়া, রাশিয়ার ছোট শহরগুলোতেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বেশ কিছু বিক্ষোভকারী সোশ্যাল মিডিয়ায় সহিংস গ্রেপ্তারের ভিডিও পোস্ট করেছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.