পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন চাকরি: বেতন কমপক্ষে ৭০ হাজার

উন্নয়নমূলক সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন চাকরির সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি রিকোভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফারমাল সেক্টর এমপ্লয়মেন্ট শিরোনামে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় ৫ বছরের একটি প্রজেক্ট নিয়ে আসছে। এ প্রজেক্টের অধীনে বেশ কিছু পদে লোকবল নিয়োগ দেবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

ডেপুটি প্রজেক্ট কোঅরডিনেটর (ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট), ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, এনভায়রনমেন্ট স্পোশালিস্ট, আইটি অ্যান্ড ডাটাবেজ ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট, প্রকিউরমেন্ট স্পেশালিষ্ট, প্রোগ্রাম অফিসার, প্রোগ্রাম অফিসার ( ডাটাবেজ অ্যান্ড এমআইএস), প্রোগ্রাম অফিস ( কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট), অ্যাকাউন্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) পদে লোক নেবে। প্রতিটি পদে একজন করে নিয়োগ করার কথা রয়েছে।

বেতন ও সুযোগ সুবিধা : পদ অনুসারে বেতন আলাদা। এসব পদে কমপক্ষে বেতন ৭০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা পর্যন্ত।

প্রার্থীদের প্রাথমিক ভাবে একবছরের জন্য নিয়োগ দেওয়া হবে। কাজের ওপর ভিত্তি করে সময় বাড়ানো হতে পারে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২০ ফেব্রুয়ারি, ২০২২

You might also like

Leave A Reply

Your email address will not be published.