এটা তো আর জাতীয় নির্বাচন না: বুবলী

এফডিসিতে চলছে নির্বাচনের আমেজ। এই আমেজের মধ্যেই এফডিসিতে সিনেমার শুটিং করতে এসেছেন চিত্রনায়িকা বুবলী। করছেন ‘রিভেঞ্জ’ নামে একটি ছবির শুটিং। যে ছবিতে বুবলীর নায়ক হিসেবে আছেন রোশান।

শুটিংয়ের এক ফাঁকে নির্বাচন নিয়ে কথা হয় বুবলীল সঙ্গে। বুবলী বলেন, দারুন লাগছে। নির্বাচনের আমেজে এফডিসিতে শুটিং করছি।’ পাশাপাশি বুবলী জানালেন আজকের (২৬ জানুয়ারি) দিন শুটিং করলেই শেষ হচ্ছে তার এই ‘রিভেঞ্জ’ এর শুটিং।

নির্বাচনে যারা প্রার্থীতা করছেন তাদের সবাইকে শুভ কামনা জানিয়ে বুবলী বলেন, ’আমি আশা করি ২৮ তারিখে খুবই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে, দিন শেষে যারাই নির্বাচিত হোক সবার জন্যই আমার পক্ষ থেকে শুভ কামনা থাকবে। যারা জয়ী হতে পারবেন না তাদের জন্যও ভালোবাসা। কারণ নির্বাচনে জয় পরাজয় থাকবেই।’

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কাঁদাছোড়াছুরি বিষয়টিকে খুব একটা নেতিবাচক চোখে দেখছেন না ‘বসগিরি’ ছবির এই নায়িকা। বললেন, ‘দিন শেষে আমরা শিল্পীরা কিন্তু একটা পরিবার। নির্বাচনে দুটি প্যানেল থাকতে হয় তাই হয়তো দেওয়া। নির্বাচন যখনে শেষ হয়ে যাবে তখন কিন্তু সবাই একই কাতারে দাঁড়িয়ে যাবে, একই সঙ্গে আবার চলচ্চিত্রে বা চলচ্চিত্রের জন্য কাজ করবে। ’

বুবলী বলেন, ‘আমরা সবাই শিল্পী। সবাই যে যার জায়গা থেকে আসলে চলচ্চিত্রের জন্য কাজ করার চেষ্টা করছে। আর নির্বাচন কেন্দ্র কর এইযে পাল্টাপাল্টি বক্তব্য বা মন্তব্যের ব্যাপারটাগুলো ঘটছে এগুলো নির্বাচন শেষ হয়ে গেলে আর কিছুই থাকবে না। নির্বাচন উপলক্ষে সবার মধ্যেই একটা টান টান উত্তেজনা কাজ করছে। সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছে। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মিডিয়া এবং মিডিয়ার বাইরে সবাই যে আগ্রহ দেখাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ দিক।’

চলচ্চিত্রে বুবলীর খুব বেশি দিনের জার্নি না। এ অঙ্গনে কাজের অভিজ্ঞতাও কম বলে জানালেন তিনি। তারপরও নির্বাচন শেষ সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ কাজ করার অনুরোধ জানালেন।

নির্বাচনে যারাই বিজয়ী হবেন তাদের কাছে প্রত্যাশা জানিয়ে বুবলী বলেন, ’যারা নির্বাচন করছেন তারা সবাই একটা পরিকল্পনা নিয়েই নির্বাচনে এসেছেন। যেহেতু দুই বছর করোনার কারণে সিনেমার অবস্থা খুবই খারাপ গিয়েছে। আমি আশা করবো যারা নেতৃত্বে আসবেন তারা সামনে দিনগুলোতে কিভাবে সিনেমার উন্নয়ন করা যায়, ভালো করা যায় সেদিকে নজর দিবেন।’

কাকে ভোট দিচ্ছেন? এমন প্রশ্নে বুবলী আউড়ান আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। এরপর বলেন, ’এটা তো আর জাতীয় নির্বাচন না। যারা নির্বাচনে আছেন সবাই আমার খুবই প্রিয়। আমি কাকে ভোট দেবো এখনও কাউকে সিলেক্ট করিনি। নির্বাচনের দিনই সেটা পরিষ্কার হয়ে যাবে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.