মালয়েশিয়ার সঙ্গে শ্রমিক পাঠাতে চুক্তি সম্পন্ন

বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। রবিবার মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এই চুক্তিতে সই করেন।

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১০ই ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেয়ার অনুমোদন দেয় দেশটি। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি। চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী কল্যাণমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ একটি প্রতিনিধি দল শনিবার রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।।

You might also like

Comments are closed.