গর্ভবতী নারীরাও করোনা টিকা নিতে পারবেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এবার গর্ভবতী নারীদের করোনা টিকা গ্রহণের অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশ এরই মধ্যে গর্ভবতী নারীদের করোনা টিকা দেওয়া শুরু করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। তবে রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক টুইট বার্তায় গর্ভবতী নারীরাও টিকা নিতে পারবেন বলে জানিয়েছে।

এক টুইট বার্তায় বলা হয়, আপনি যদি গর্ভবতী হন তবে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেনসেখানে বলা হয়েছে, গর্ভবতী নারীরা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলে তাদের স্বাস্থ্য উচ্চ ঝুঁকিতে পড়ে যায় এবং গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লে প্রিম্যাচিউর শিশুর জন্ম দিতে পারেন যা মা এবং শিশু দুজনের জন্যই বেশ ঝুঁকিপূর্ণ।

You might also like

Comments are closed.