গোদাগাড়ীতে বাজারের ব্যাগে কোটি টাকার হেরোইন, আটক ১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কোটি টাকার হেরোইনসহ মো. হাসিবুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে গোদাগাড়ীর মাঙ্গনপুর গ্রাম থেকে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-৫ এর একটি অপারেশন টিম।

গ্রেফতার মো. হাসিবুল ইসলাম (৪০) গোদাগাড়ীর মাঙ্গনপুর গ্রামের মো. সাবদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

আজ রোববার (৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ওই ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। তার ডান হাতে থাকা একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতর শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ০৫টি স্বচ্ছ পলিপ্যাকে প্যাকেটজাত হেরোইন পাওয়া যায়। যার প্রতি প্যাকেটের ওজন ২০০ গ্রাম। মোট এক কেজি।

জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এসময় তার কাছে একটি মোবাইল, ২টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.