কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ শ্রমিক লীগ সভাপতি মারা গেছেন

কক্সবাজার-টেকনাফ সড়কের প্রবেশমুখ লিংকরোডে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম মারা গেছেন।

আজ রোববার (৭ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালে থাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের সংযোগস্থল লিংকরোডে দুর্বৃত্তের গুলিতে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই কুদরত উল্লাহ সিকদার গুরুতর আহত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

You might also like

Comments are closed.