রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ১১৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের হেফাজত থেকে ৯৬৭ গ্রাম ৮৭ পুরিয়া হেরোইন, ৭৫৯৫ পিস ইয়াবা, ৪৬ কেজি ৫৩০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৫২৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।

আট্ককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৯ টি মামলা রুজু হয়েছে। শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like

Comments are closed.